রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গত ৩রা জানুয়ারী রাতে ওয়ারেন্টের পলাতক ৪জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার কাউলজানী এলাকার আজগর সরদারের ছেলে আলম সরদার, পূর্ব উজানচর ওমেদ বেপারীর পাড়ার মৃত মোজাম শেখের ছেলে বক্কর শেখ, হোসেন মন্ডলের পাড়ার মৃত আমোদ আলী মন্ডলের চানমিয়া মন্ডল এবং উজানচর নছর উদ্দিনের পাড়ার আজিজ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতরা জিআর মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টের) পলাতক আসামী। গতকাল ৪ঠা জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।