ঢাকা বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
বিশ্বব্যাপী গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২২-০২-০৪ ১৩:০৩:৫২

বিশ্বব্যাপী গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসে সাড়ে ১২হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

  ২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম গত বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক মানুষের এই ভাইরাসে মৃত্যু ঘটলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর তাসের।

  মস্কো সময় ৩রা ফেব্রুয়ারী ২০:০২ টা পর্যন্ত কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট ৩৮ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ৫৬ লাখ ৯০ হাজার ৮২৪ জন প্রাণ হারিয়েছে।

  তারা জানায়, গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী ৩০ লাখ ১৫ হাজার ৮৬৩ নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ১২ হাজার ৫১৩ জন মারা গেছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই ভাইরাসে এক দিনে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। ২০২১ সালের ২১শে জুলাই সারাবিশ্বে করোনা ভাইরাসে ২০ হাজার ১১১জনের মৃত্যু হয়।

  বিশ্বের বিভিন্ন দেশের সরকারীভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। তাদের পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী গত ২৫শে জানুয়ারী করোনা ভাইরাসে আক্রান্তের ৩৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। গত ৮ই জানুয়ারী ৩০ কোটির, ৯ নভেম্বর ২৫ কোটির এবং গত ৫ই আগস্ট ২০ কোটির মাইলফলক ছাড়ায়।

ইসরায়েল-গাজা উপত্যাকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর শুরু
অবশেষে টরোন্টোতেই ভিডিওতে ধরা পড়ল বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী
জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুল্যুশন গৃহীত
সর্বশেষ সংবাদ