ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে নিমতলা থেকে গাঁজাসহ ৪জন হোটেল কর্মচারী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৭ ১৩:২৫:৪৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গত ৬ই ফেব্রুয়ারী দিনগত রাত দেড়টার দিকে নিমতলা রেলগেট এলাকার হাইওয়ে সংলগ্ন ‘দেওয়ান ফুড ভিলেজ’ নামক একটি খাবারের হোটেলের ৪জন কর্মচারী ২৮ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকার হাইওয়ে সংলগ্ন ‘দেওয়ান ফুড ভিলেজ’ নামক একটি খাবারের হোটেলের ৪জন কর্মচারী গ্রেফতার হয়েছে। 

  গত ৬ই ফেব্রুয়ারী দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ পুরিয়া(২২১ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। 

  গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার ওমর আলী পাড়ার মৃত মহর আলী মৃধার ছেলে হায়দার আলী মৃধা(৪৫), রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের আঃ সাত্তার দেওয়ানের ছেলে এমদাদ দেওয়ান(৩২), রামনগর গ্রামের মৃত রশিদ খানের ছেলে ফরিদ খান(২৩) এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাঘার উত্তরপাড়া গ্রামের মৃত চাঁদ আলী শেখের ছেলে শাহাদাত হোসেন(৪৫)। 

  রাজবাড়ী থানার এএসআই হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতরা হোটেলটিতে কাজ করার পাশাপাশি গোপনে গাঁজা বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৭ই ফেব্রুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ