ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
কালুখালীর মদাপুর ইউপির চেয়ারম্যান মজনুর ফাঁদে সংঘবদ্ধ চোর চক্র আটক॥শতাধিক মোবাইল উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৭ ১৩:৩৮:০২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনুর ফাঁদে ধরা পড়েছে গান্ধিমারা এলাকার সংঘবদ্ধ একদল চোর। ধৃতরা হলো দামুকদিয়ার ইউসুফ আলী, শুকুর, টুকু, নাইম এবং সুজাত। 

  স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানায়, গত বুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা গান্ধিমারা বাজারের মিজান ইলেকট্রনিকের দোকানে চুরি করে। পরদিন দোকানদার মিজান কালুখালী থানায় জিডি করে। এছাড়া মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নিকট চুরির বিষয়টি অবগত করে। ঘটনার পরদিন থেকেই চেয়ারম্যান মিজানুর রহমান মজনু চুরি হওয়া মোবাইলের আইএমই নাম্বারে ফোন দিতে থাকে।

  গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার হাসানের নিকট চুরি হওয়া একটি মোবাইলের সংকেত মেলে। তাকে জিজ্ঞাসা করলে সে মোবাইলটি উম্মত আলীর নিকট থেকে কেনার কথা বলে। উম্মত আলী কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী উত্তরপাড়ার আব্দুল্লার পুত্র। তাকে জিজ্ঞাসা করায় সে অজ্ঞাত লোকদের নিকট থেকে মোবাইল কেনার কথা বলে। উম্মত আলী ক্রেতাদের ছবি দেখালে ইউপি চেয়ারম্যান মজনুসহ স্থানীয়রা চোরদের চিনতে পারে। পরে তাদের ধরে এনে জিজ্ঞাসা করলে চুরির ঘটনা স্বীকার করে। উম্মত আলী চোরদের নিকট থেকে কেনা মোবাইল ও সিসি ক্যামেরা ফেরত দিয়েছে। 

  এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত চোরদের কালুখালী থানায় সোপর্দ করা হয়।      

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!