ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে নতুন আরো ৩০জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৮ ১৩:৩৪:১৭

রাজবাড়ী জেলায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।  

 জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ৮ই ফেব্রুয়ারী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ হয়। শনাক্তদের মধ্যে ১৯ জন রাজবাড়ী সদর, ৫জন পাংশা, ১জন কালুখালী ও ৫ জন গোয়ালন্দ উপজেলার।    

  এই নিয়ে গতকাল পর্যন্ত রাজবাড়ী জেলায় সর্বমোট ১১হাজার ৪৪৯জনের করোনা শনাক্ত হলো। শনাক্তদের মধ্যে ১০ হাজার ৭০৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮১ জন মারা গেছেন। এছাড়া ৬৬৯ জন হোম আইসোলেশনে এবং ১১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ