ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বানীবহ ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শেফালী আক্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৮ ১৩:৪৫:৩৩

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নির্বাচনের কিছুদিন পূর্বে দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তার। 

  গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্য ১৩জন চেয়ারম্যানের সঙ্গে একসাথে শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। 

  বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া গত ১১ই নভেম্বর রাতে মহিষবাথান গ্রামের নিজ বাড়ীর কাছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং তার দলীয় মনোনয়নও অনেকটাই নিশ্চিত ছিল। এ অবস্থায় তার স্ত্রী শেফালী আক্তারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ