রাজবাড়ী ডিবি’র পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ৯ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর মোড় ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল গ্রামের মৃত আবেদ সরদারের ছেলে তোরাই সরদার(৪৩) এবং দৌলতদিয়ার ওমর আলীর মোল্লার পাড়ার মৃত মোকছেদ মৃধার ছেলে মোয়াজ্জেম মৃধা(৩৯)। দু’জনের কাছ থেকেই ৩০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১০ই ফেব্রুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।