ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন সকলের প্রিয় শিক্ষক ছায়া চক্রবর্তী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-১০ ১৩:১৯:৪৭

দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে গত ৩রা ফেব্রুয়ারী অবসর গ্রহণ করেছেন রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছায়া চক্রবর্তী। 

  আদর্শ শিক্ষক হিসেবে সুনাম অর্জনকারী সকলের প্রিয় শিক্ষক ছায়া চক্রবর্তী ১৯৮৫ সালের ৪ঠা ফেব্রুয়ারী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে সাড়ে ৩ মাসের মতো চাকরী করার পর ১৯৮৫ সালের ২৩শে জুন রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসেন এবং অবসর গ্রহণের আগ পর্যন্ত সেখানেই সুনামের সাথে দায়িত্ব পালন করেন। শেষ কয়েক বছর তিনি টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনের(ক্যাম্পাস-২ শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন) দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী সদর উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) শিক্ষকদের গণিত বিষয়ের ট্রেইনার (প্রশিক্ষক) হিসেবে দায়িত্ব পালন করেন। 

  রাজবাড়ী শহরের ভবাণীপুর(সুইমিং পুল সংলগ্ন) এলাকার বাসিন্দা ছায়া চক্রবর্তী ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এমএ এবং পরবর্তীতে ঢাকার টিটি কলেজ থেকে বিএড পাস করেন। 

  অবসর গ্রহণ উপলক্ষ্যে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গত ৮ই ফেব্রুয়ারী দুপুরে বিদ্যালয়ের কাজী ইরাদত আলী মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছায়া চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাহিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ অন্যান্য শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে ছায়া চক্রবর্তীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ