ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দ ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা সুকুমার সরকারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-১০ ১৩:২০:১২
বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সুকুমার সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানানো হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সুকুমার সরকারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ.এইচ জিয়াউল হকের সভাপতিত্বে ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকারের সঞ্চালনায় সভায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির জেলা শাখার উপদেষ্টা আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির সুশান্ত কুমার সিকদার, বাকাসস-এর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি মশিউর রহমান, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, সুকুমার সরকার ১৯৮৭ সালের ১৯শে আগস্ট বালিয়াকান্দি উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টে সার্টিফিকেট সহকারী হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ