ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
দৌলতদিয়ার জয়নাল মৃধা ফাউন্ডেশন কর্তৃক হার্টের রোগীকে আর্থিক সহায়তা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০২-১২ ১৩:০৮:১৩
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নূরু মন্ডলের পাড়ায় গতকাল ১২ই ফেব্রুয়ারী লিটন সরদার নামে একজন হার্টের রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নূরু মন্ডলের পাড়ার লিটন সরদার নামে একজন হার্টের রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন।
  গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে লিটন সরদারের বাড়ীতে গিয়ে তার হাতে ২০ হাজার টাকা প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি আঃ সালাম মৃধা। এ সময় স্থানীয় মাতুব্বর আব্দুল হাই শেখ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জিয়াউর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নান্নু ও রেজাউল মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
  জানা গেছে, দৌলতদিয়ার নুরু মন্ডলের পাড়ার জনাব আলী সরদারের ছেলে লিটন সরদারের হার্টের ২টি ভালভ-ই বিকল হয়ে গেছে। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই তার ভারতে যাওয়ার কথা রয়েছে।  

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ