রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নূরু মন্ডলের পাড়ার লিটন সরদার নামে একজন হার্টের রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন।
গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে লিটন সরদারের বাড়ীতে গিয়ে তার হাতে ২০ হাজার টাকা প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি আঃ সালাম মৃধা। এ সময় স্থানীয় মাতুব্বর আব্দুল হাই শেখ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জিয়াউর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নান্নু ও রেজাউল মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দৌলতদিয়ার নুরু মন্ডলের পাড়ার জনাব আলী সরদারের ছেলে লিটন সরদারের হার্টের ২টি ভালভ-ই বিকল হয়ে গেছে। দীর্ঘদিন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই তার ভারতে যাওয়ার কথা রয়েছে।