ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে ৫জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-১৫ ১৩:৩১:২১
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী জেলার ৫জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী জেলার ৫জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।  

  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। 

  এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার বিপুল সিকদার ও শিবরাজ চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, মহসিন উদ্দিন বতু, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  সম্মাননা প্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধাগণ হলেন-রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকার জীতেন্দ্র নাথ করের ৩ মেয়ে ইরা রাণী কর, গীতা কর ও ভক্তি রায়, দক্ষিণ ভবাণীপুর এলাকার আব্দুল মোক্তারের মেয়ে মমতাজ পারভীন আক্তার এবং বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের কঞ্জু বিহারী রায়ের মেয়ে অঞ্জু রায়। তাদের মধ্যে মমতাজ পারভীন আক্তার অসুস্থ থাকায় তার পক্ষে তার ভাই সম্মাননা গ্রহণ করেন। 

  সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সম্মাননা দেওয়ায় সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

  উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজ্জাম্মেল হক। এ সময় জুম অ্যাপসের মাধ্যমে সারা দেশের জেলা প্রশাসকগণ যুক্ত থেকে নিজ নিজ জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ