ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
বালিয়াকান্দির নলিয়া জামালপুরের হরিঠাকুর অঙ্গনে গঙ্গা স্নান অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০২-১৬ ১৩:৩৭:৪৫

মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা হরি পদ্মলোচন ঠাকুরের ২৮৮তম তিরোধান তিথি উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের হরিঠাকুর অঙ্গনে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১৬ই ফেব্রুয়ারী ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গঙ্গা স্নানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। ঠাকুর বাড়ীর দীঘিতে ফুল-দূর্বা-বেলপাতা দিয়ে গঙ্গা স্নান করেন এসব ভক্তরা। এছাড়াও হরি পদ্মলোচন ঠাকুরের তিরোধান তিথি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার(১৭ই ফেব্রুয়ারী) অরুণোদয় থেকে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হবে। এসব অনুষ্ঠান উপলক্ষ্যে হরিঠাকুর অঙ্গনে মেলা বসেছে।
  গঙ্গা স্নান করতে আসা ভক্তরা বলেন, মাঘী পূর্ণিমা ও হরি পদ্মলোচন ঠাকুরের ২৮৮তম তিরোধন তিথিতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই আমরা এখানে আসি। ধর্মীয় শাস্ত্র মতে, এখানে স্নান করলে পাপমোচন হয়। সেই ধারণা থেকে আমরা এখানে আসি।
  গঙ্গা স্নান কমিটি সাধারণ সম্পাদক শ্যামল কুমার শিকদার জানান, করোনা পরিস্থিতি মেনে গঙ্গা স্নানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসছেন। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ