ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলাতে প্রাণি সম্পদ প্রদর্শনী
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০২-১৬ ১৩:৪০:১২

বালিয়াকান্দি উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে গতকাল ১৬ই ফেব্রুয়ারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
  সকালে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদারের সঞ্চালনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত, বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক ও সোনালী ব্যাংকের বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। প্রদর্শনীতে ৩০টির মতো খামার অংশগ্রহণ করে। বিকালে ৪টি ক্যাটাগরিতে খামারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ