ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০২-১৬ ১৩:৪০:৪৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন। 
  প্রদর্শনীর স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগী, গরু, ছাগল, গৃহপালিত কুকুর, বিড়াল, খরগোশ এবং প্রাণীদের খাদ্য, ওষুধসহ নানা ধরনের উপকরণ প্রদর্শন করা হয়। বিকালে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে ৪টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়। 

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ