র্যাবের অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিরাজ খাঁর পাড়া এলাকা থেকে ১৭৫ লিটার দেশী মদসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মদ পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ইজিবাইক (অটোরিক্স) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার আজিম উদ্দিন সরকারের পাড়ার কোবাদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(১৮) এবং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে গোলাম মওলা(১৮)।
উদ্ধারকৃত আলামতসহ র্যাব তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।