ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
পাংশা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
  • পাংশা থেকে শামীম হোসেন
  • ২০২২-০২-১৬ ১৩:৪৩:১৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে গতকাল ১৬ই ফেব্রুয়ারী দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন ও খামারী কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোতালেব আলী। 
  উল্লেখ্য, প্রদর্শনীর ৪০টির মতো স্টলে গরু, মহিষ, ছাগল, কবুতর, ভেড়া, হাঁস-মুরগীসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয়। বিকালে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।  

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ