সূবর্ণ নাগরিক কার্ড প্রদানের লক্ষ্যে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে প্রতিবন্ধী শনাক্তকরণ পরীক্ষা (যাচাই-বাছাই) অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া প্রতিবন্ধীদের যাচাই-বাছাই করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্তকরণ পরীক্ষায় উপজেলার প্রায় ২০০ জন প্রতিবন্ধীকে যাচাই-বাছাই করা হয়। তার মধ্যে ৭২ জন প্রতিবন্ধী যাচাই-বাছাইতে নির্বাচিত হয়েছেন এবং ৪৯ জন প্রতিবন্ধী অপেক্ষমাণ রয়েছেন।