ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের খোর্দ্দদাদপুরে যুবক রাজু’র বিদেশী কুল বাগানে এবারও বাম্পার ফলন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-১৭ ১৩:৩৮:২১
বিদেশী জাতের কুল বরই বাগান করে সফলতা পেয়েছে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামের যুবক রাজু আহমেদ -মাতৃকণ্ঠ।

বিদেশী জাতের কুল বরই বাগান করে সফলতা পেয়েছে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামের যুবক রাজু আহমেদ। 

  ২বছর পূর্বে তিনি ৬০ শতাংশ জমিতে অস্ট্রেলিয়ান বল সুন্দরী ও কাশ্মীরী আপেল জাতের কুলের চারা রোপণ করেন। ৬ মাসের মধ্যেই সব গাছে বরই ধরে এবং প্রথম বছরেই আশানুরূপ ফলন ও লাভ পান। এ বছরও তার বাগানের গাছগুলোতে প্রচুর বরই ধরেছে। বিক্রিও শুরু হয়েছে। এবারও তিনি ভালো লাভের মুখ দেখছেন। 

  সরেজমিন রাজু আহমেদের কুল বাগানে গিয়ে দেখা যায়, বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় কাঁচা-পাকা কুল ঝুলছে। কুলের ভারে মাঠিতে নুয়ে পড়েছে গাছের অনেক ডাল। কুলের রংটাও চমৎকার। ঠিক যেন আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। পাখি ও চোরের হাত থেকে কুল রক্ষায় বাগানের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।

  রাজু আহমেদ জানান, ২০২০ সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি নার্সারী থেকে অস্ট্রেলিয়ান বল সুন্দরী ও কাশ্মীরী আপেল জাতের কুলের চারা এনে ৬০ শতাংশের বাগানে রোপণ করি। সঠিক পরিচর্যায় ৬ মাসের মাথায় সব ক’টি গাছেই বরই ধরে। প্রথম বছর ৬৫ হাজার টাকা খরচ করে ১ লাখ ৯০ হাজার টাকার বরই বিক্রি করেছিলাম। এ বছর খরচও অনেক কম হয়েছে, ফলনও বেশী হয়েছে। আশা করছি এবার ২ লাখ ২০ হাজার টাকার মতো বরই বিক্রি করতে পারবো। এ বছর নতুন করে আরও ২০ শতাংশ জমিতে ভারত সুন্দরী জাতের কুলের চারা রোপণ করবো। অন্য ফসল চাষাবাদের চেয়ে আমার কাছে বরই চাষই বেশী লাভজনক।

  রাজু আহমেদ আরো বলেন, ছোটবেলা থেকেই কৃষির প্রতি আমার টান একটু বেশী। ফরিদপুর কৃষি কলেজ থেকে কৃষি ডিপ্লোমা শেষ করে বিভিন্ন কোম্পানী ও সংস্থার প্রজেক্টে কাজ করে আসছি। এর ফাঁকেই কৃষির প্রতি অনুরাগ থেকে এই কুলের বাগান করেছি। আমার ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করে আসছে। অনেকেই আমার সফলতা দেখে কুলের বাগান করার জন্য উৎসাহিত হচ্ছেন। অনেকে পরামর্শ নিতে আসেন। 

  রাজু আহমেদের ভাই শহীদ শিকদার বলেন, প্রথম দিকে প্রতি কেজি বরই ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। বর্তমানে পাইকারী ৬০-৭০ টাকা এবং খুচরা ৮০-৯০ টাকা দরে বিক্রি করছি। চাহিদা থাকায় খুচরা বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। আগামীতে আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা আমাদের রয়েছে। কৃষি বিভাগ থেকে আমরা নানা ধরনের সহায়তা পেয়ে আসছি। সদর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক এবং ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার চিত্ত রঞ্জন বিশ্বাস প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শে ভালো ফলন পেয়েছি। 

  রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক বলেন, বর্তমানে উপজেলার ২১ হেক্টর জমিতে বিদেশী জাতের কুলের বাগান রয়েছে। খোর্দ্দদাদপুরের ওই কুলের বাগানের উদ্যোক্তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হয়েছে। আমরা বরাবরই এ ধরনের ভিন্নধর্মী কৃষিতে উৎসাহ দিয়ে থাকি। কেউ এ ধরনের বিদেশী জাতের কুলের বাগান করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।    

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ