রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও দৈনিক মাতৃকণ্ঠের সহযোগিতায় গত ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুরে ক্বেরাতুল কোরআন ক্বারীয়ানা নূরানী মাদ্রাসা এবং গত ১৫ই ফেব্রুয়ারী রাতে চন্দনী ইউপির আফড়া মুহাম্মাদীয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি শীত মৌসুমসহ বিগত কয়েক বছর ধরে লুৎফর রহমান ফাউন্ডেশন রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে প্রতিবন্ধী, ছিন্নমূল ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে আসছে।