ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর নিমতলা মধুখালী সড়ক প্রশস্তকরণ কাজ শুরু
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২২-০২-১৭ ১৩:৪১:১৭

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৮কিলোমিটার দৈর্ঘ্যরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা-মধুখালী সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে।
  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক প্রশস্তকরণ কাজ উদ্বোধন করেন। এরপর দোয়া-মোনাজাত করা হয়। 
  এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহ্রাব, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ঠিকাদারী প্রতিষ্ঠান ফরিদপুরের ইপিক বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং সড়ক প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করছে। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ