সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবারেও পারাপারের ভোগান্তি থেকে মুক্তি নেই দৌলতদিয়া ঘাট ব্যবহারকারী যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় ৪কিলোমিটার জুড়ে ৫শতাধিক যানবাহন সিরিয়ালে আটকে রয়েছে। এর মধ্যে পণবাহী ট্রাকের সংখ্যাই বেশী। যাত্রীবাহী যানবাহনগুলো কিছুক্ষণ অপেক্ষার পরই ফেরীতে ওঠার সুযোগ পেলেও পণ্যবাহী যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক শাহ্ ফরিদ বলেন, সকাল থেকে ঘাটে আটকে আছি। মনে হচ্ছে ফেরীর নাগাল পেতে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরী চলাচল করছে। বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ীর চাপ থাকায় কিছুটা সিরিয়ালের তৈরী হয়েছে। পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।