রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল ১৮ই ফেব্রুয়ারী সকালে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকিরের পাড়ার নিজ বাড়ী থেকে ৭০০ পিস ইয়াবাসহ বিক্রেতা রানা মোল্লা (৩৩)কে গ্রেফতার করেছে ।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শের আলমের নেতৃত্বে রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রানা মোল্লা সাকের ফকিরের পাড়ার মজিবর মোল্লার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।