ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দির জামালপুরে গাছ চাপা পড়ে ১জন শ্রমিক নিহত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০২-১৮ ১৪:০২:৪৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামে গাছ কাটার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

  গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত গাছ কাটা শ্রমিকের নাম রেজাউল ইসলাম। তা বাড়ী পার্শ্ববর্তী বহরপুর ইউনিয়নের পারকুল গ্রামে।

  স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শ্রমিক রেজাউল গাছের গোড়া কাটার পর গাছটি তার উপরেই পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুমন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ