ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
দৌলতদিয়ায় নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-২০ ১৭:০৩:৫৩

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ২০শে ফেব্রুয়ারী বিকালে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় এই শাখা কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সবুজ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখ, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আরিচা-পাটুরিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আঃ সালাম, দৌলতদিয়া শাখার উপদেষ্টা বাবু মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  উদ্বোধন অনুষ্ঠান শেষে রুবেল সরদারকে সভাপতি, মমিন মন্ডলকে কার্যকরী সভাপতি ও রাজ্জাক শেখকে সাধারণ সম্পাদক করে নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দৌলতদিয়া ঘাট শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  

 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ