ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দ শহীদ মিনারে মালা দেওয়া নিয়ে বিএনপি ও ছাত্রদলের দু’নেতার হাতাহাতি
  • আবুল হোসেন
  • ২০২২-০২-২১ ১৭:০৭:৩৮

গোয়ালন্দে শহীদ মিনারে মালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

  গতকাল ২১শে ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

  প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ উপজেলা বিএনপির একাংশের(খৈয়ম গ্রুপ) সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এ সময় সামনের সারিতে দাঁড়ানোর ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল হাসান মিঠু ও উপজেলা বিএনপির একাংশের সদস্য ইদ্রিস শেখের কথা কাটাকাটি হয়। পরে দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

  এ ব্যাপারে সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, ভুল বুঝাবুঝির কারণে ইদ্রিস ও মিঠুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এটা অভ্যন্তরীণ কোন কোন্দল নয়।

  গোয়ালন্দ উপজেলা বিএনপির আরেক অংশের আহ্বায়ক নিজাম উদ্দিন শেখ বলেন, আমরা জেলা বিএনপি কর্তৃক ঘোষিত বৈধ কমিটি। ওরা স্বঘোষিত নেতা পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শহীদ মিনারে হাতাহাতির ঘটনা শুরু হওয়া মাত্রই আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ