ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • শামীম হোসেন
  • ২০২২-০২-২১ ১৭:২১:৪০

সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষ্যে পাংশা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। অমর একুশের প্রথম প্রহরে পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সাংগঠনিক সম্পাদক ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, থানা পুলিশ, পাংশা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী কলেজ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে একইভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ