ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে পিঠা বানাতে গিয়ে ধরা পড়লো প্লাস্টিকের চাল॥পরীক্ষার সিদ্ধান্ত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০২-২১ ১৭:২৩:২৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কথিত প্লাস্টিকের চাল নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। 
  বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের সুলতান মাহমুদ নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান গতকাল ২১শে ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি বাজারের চাল ব্যবসায়ী অরুণ কুন্ডুর দোকানে অভিযান চালান। এ সময় অরুণ কুন্ডু উক্ত চাল বিক্রি করার কথা স্বীকার করলেও সেটি যে স্বাভাবিক চাল না সেটা তিনি জানেন না বলে দাবী করেন। এরপর অরুণ কুন্ডু বালিয়াকান্দি বাজারের যে পাইকারী চাল ব্যবসায়ীর কাছ থেকে ওই চাল কিনেছিলেন সেই আড়তে অভিযান চালানো হলেও ওই চাল পাওয়া যায়নি। 
তিনিও(পাইকার) দাবী করেন সেটা প্লাস্টিকের চাল কিনা তিনি জানেন না। তিনি এলসির(আমদানী করা) ওই চাল পোর্ট এলাকা থেকে কিনেছিলেন। এ অবস্থায় প্রাথমিকভাবে প্লাস্টিকের চাল মনে হলেও তা আসলেই কি-না তা নিশ্চিত হতে ঢাকায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের অথবা বিএসটিআই’র পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন। 
  চালের ক্রেতা সুলতান মাহমুদ জানান, গত জানুয়ারী মাসের ২০ তারিখে তিনি অরুণ কুন্ডুর দোকান থেকে ১৬ কেজি ইন্ডিয়ান বিনা গোল্ড চাল কিনেছিলেন। কিন্তু ভাত কিছুটা শক্ত হয় এবং কোন স্বাদও নেই। তারপরও প্লাস্টিকের চাল বলে সন্দেহ না হওয়ায় তারা ওই চাল খেতে থাকেন। সর্বশেষ পিঠা বানানোর জন্য ব্লেন্ডার মেশিনে গুড়া করতে গিয়ে বাধে বিপত্তি। কোনভাবেই চালগুলো স্বাভাবিক চালের মতো গুড়া না হলে তার সন্দেহ জাগে এবং চালের নমুনাসহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেন। 
  চাল বিক্রেতা অরুণ কুন্ডু বলেন, আমরা তো চাল উৎপাদন করি না। বিভিন্ন পাইকারের কাছ থেকে কিনে এনে খুচরা বিক্রি করি। 
  উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, চাল দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে প্লাস্টিকের। তবে নিশ্চিত হওয়ার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরের অথবা বিএসটিআইয়ের পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। যদি প্রমাণিত হয় যে প্লাস্টিকের চাল তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন বলেন, প্লাস্টিকের চাল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা ক্যানসার বা জন্মগত ত্রুটির কারণ হতে পারে। তাই চাল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে সচেতন হতে হবে। 

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ