ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০২-২৬ ১৩:৫৭:৪৮

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বিজ্ঞান শিক্ষার উপর বেশী গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিতে হবে। 

  গতকাল ২৬শে ফেব্রুয়ারী সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  ‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’-প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শকিলুজ্জামান, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন। 
  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। 
  এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আরও বলেন, গত বছর করোনা পরিস্থিতির কারণে বড় পরিসরে এই বিজ্ঞান মেলা আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সরকারের বিশেষ উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী ও জনগণকে টিকা প্রদান করার ফলে জাঁকজমকপূর্ণভাবে এই বিজ্ঞান মেলা আয়োজন করা সম্ভব হয়েছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতা না হওয়ার কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিকে পুষিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের এখন থেকে আরও বেশী মনোযোগী হতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশের অধিকাংশ স্কুল-কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ আমাদের ছেলেমেয়েরা কঠিন বিষয়ে পড়াশোনার পরিবর্তে সহজ বিষয়ে পড়াশোনার দিকে বেশী আগ্রহী হচ্ছে। তাই আমি আমাদের নবীন শিক্ষার্থীদের বলবো তারা যেন দেশের স্বার্থে ও নিজেদের উন্নয়নে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। আমাদের দেশে যারা বিবিএ, এমবিএ নিয়ে লেখাপড়া করে তারা অধিকাংশ ক্ষেত্রেই দেশে-বিদেশে চাকরী পাচ্ছে না। 
  এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভোকেশনাল বা টেকনিক্যাল শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করেছিলাম, যা বর্তমানেও চলমান রয়েছে। তাই আমি আশা করবো যারা ভালো ছাত্র-ছাত্রী তারা বিজ্ঞান নিয়ে পড়বে। আর যারা বিজ্ঞানের মতো কঠিন বিষয় পড়তে না চায় তাদের মধ্যে কিছু অন্য বিষয়ে এবং অন্যরা কারিগরি বিষয়ে পড়াশোনা করবে। যাতে তারা দেশে-বিদেশে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরী করতে পারে। যদি আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি তবেই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। 
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা বাঙালী হিসেবে অনেকটা আবেগপ্রবণ জাতি। সে কারণেই আমাদের দেশের অধিকাংশ মানুষ কবি, সাহিত্যিক, ইতিহাসবিদদের লেখনী বেশী পড়ি ও তাদের কথা বেশী জানি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো কবি-সাহিত্যিক, স্যার জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোসের মতো বিজ্ঞানী রয়েছেন যারা শিল্প-সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের জগতে আলো ছড়িয়েছেন। আশা করি সেই ধারাবহিকতায় ভবিষ্যতেও আমাদের দেশে আরও বড় বড় বিজ্ঞানী তৈরী হবে এবং তারা তাদের আবিষ্কারের মাধ্যমে দেশকে বিশ্বের বুকে নতুনভাবে চিনিয়ে দিবে। বঙ্গবন্ধু তার ভাষণে একটি কথা বার বার বলেছেন, আমার বাঙালী জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমরা বিজ্ঞান চর্চাসহ সকল দিক দিয়ে একদিন বিশ্বের বুকে নিজেদেরকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান কলেন, আমি মনে করি আলোই হচ্ছে বিজ্ঞান। কারণ বিজ্ঞানের আবিষ্কৃত এই আলোর গতিকে কাজে লাগিয়ে আজকে আমরা দ্রুত পৃথিবীর এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে যেতে পারি। বিজ্ঞানকে যদি আমরা ভালো কাজে মানুষের কল্যাণে ব্যবহার করি তবে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ, আর বিজ্ঞানকে যদি আমরা মানুষের অকল্যাণে ব্যবহার করি তবে বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ। সেই জন্য বিজ্ঞানকে আরও ব্যাপকভাবে ব্যবহারের মাধ্যমে মানব কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে নিজেদের আধুনিক বিজ্ঞানের উপযোগী করে গড়ে তুলবো। যাতে এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ভিশন-২০৪১ অনুযায়ী বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলাদেশ গড়তে পারি।
  উল্লেখ্য, ৩দিনব্যাপী এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে মাধ্যমিক পর্যায়ের ১৫টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাব পর্যায়ের ৩টিসহ মোট ৩০টি গ্রুপ বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে বিচারকদের বিচারে যাদের উদ্ভাবনী ভালো হবে তাদেরকে ১ম, ২য় ও ৩য় হিসেবে পুরস্কৃত করা হবে। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াডে কুইজ ও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ