ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
দৌলতদিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩জন মাদকসেবীর জেল জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-২৮ ১৩:৩২:৪২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হেরোইন ও গাঁজা সেবনকালে আটক ৩ জন মাদকসেবীকে ৩মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ২৮শে ফেব্রুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা দৌলতদিয়ার ক্যানালঘাট, পোড়াভিটা ও পতিতাপল্লীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাস করে জেল ও ১০০ টাকা করে জরিমানা করে। 

  সাজাপ্রাপ্তরা হলো-দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন মোল্লার পাড়ার তালেব সরদারের ছেলে নুরু সরদার(৩৮), পোড়াভিটা এলাকার সিরু মোল্লার ছেলে তপু মোল্লা(২৪) এবং মানিকগঞ্জের শিবালয় থানার তেওতা গ্রামের আখের মোল্লার ছেলে আশিক মোল্লা(২২)।

  অভিযানে অংশগ্রহণকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান জানান, সাজা দেয়ার পর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ