মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন।
এ ব্যাপারে অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী সাক্ষরতা মিশন-এর সিইও এবং বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলামের স্বাক্ষরিত পত্র তানিয়া সুলতানা কংকনের কাছে এসে পৌঁছেছে।
আগামী ১৩ই মার্চ দুপুর ২টায় ভারতের কোলকাতাস্থ বারাসত রবীন্দ্র ভবনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক কাজী আব্দুর রশিদ এবং বিশিষ্ট অভিনেত্রী ও সংসদ সদস্য শতাব্দী রায়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২ এর জন্য চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত তানিয়া সুলতানা কংকন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা গভর্নর মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী পুত্রবধু।
এছাড়াও তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের রাজবাড়ী জেলা শাখার সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত।