ঢাকা সোমবার, জুলাই ২৮, ২০২৫
রাজবাড়ী শহরের পান্না চত্বরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করায় বখাটে গ্রেপ্তার
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০২-২৮ ১৩:৩৯:১৮
রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করায় থানা পুলিশ বখাটে কে.এম রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে এক স্কুল ছাত্রী (১৪)কে যৌন হয়রানী করায় বখাটে কে.এম রফিকুল ইসলাম (২৪)কে পুলিশ গ্রেফতার করেছে। 
  এ ব্যাপারে যৌন হয়রানীর শিকার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত বখাটে কে.এম রফিকুল ইসলাম রাজবাড়ী পৌরসভার উত্তর ভবাণীপুর গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে।   
  জানা গেছে, গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে ওই স্কুল ছাত্রী পান্না চত্ত্বর এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় ওঠার সময় বখাটে রফিকুল তাকে জোরপূর্বক জাপটে ধরে। এর আগে সে তাকে উত্যক্ত করে। জাপটে ধরার পর ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা রফিকুলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রাজবাড়ী থানা থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

 

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারের নির্দেশ
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহে কৃষক আমজাদকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ