ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
সালথায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-০৬ ১৪:২৪:২২

র‌্যাবের অভিযানে ফরিদপুরের সালথা উপজেলার গৌড়দিয়া বাজার এলাকা থেকে আনোয়ার ফকির(৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

  গতকাল ৬ই মার্চ বিকালে ডিএডি শেখ ইসরাইল আমিনের নেতৃত্বে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

  গ্রেফতারকৃত আনোয়ার ফকির ফরিদপুরের কোতয়ালী থানাধীন আড়ুয়াকান্দি গ্রামের হযরত ফকিরের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাকে সালথা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ