আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ৮ই মার্চ সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জেন্ডার সমতার জন্য নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ঘরে বসে থাকলে হবে না। নারীদের অধিকারের পক্ষে সবাইকে সোচ্চার হতে হবে। আলোচনা সভার শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।