ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দৌলতদিয়ায় নানা কর্মসূচী পালন
  • আবুল হোসেন
  • ২০২২-০৩-০৮ ১৪:৩৪:০১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)-এর আয়োজনে গতকাল ৮ই মার্চ বেলা ১২টার দিকে র‌্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়। পতিতাপল্লী সংলগ্ন সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, জেলা পরিষদের সদস্য নূরজাহান বেগম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার ও মুক্তি মহিলা সমিতির কর্মসূচী পরিচালক আতাউর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন। 
  অপরদিকে, পতিতাপল্লী সংলগ্ন এনজিও পায়াক্ট-এর স্থানীয় কার্যালয়ে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পায়াক্টের ম্যানেজার মজিবুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, অন্যান্যের মধ্যে পায়াক্টের সুপারভাইজার শেখ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। উভয় অনুষ্ঠানে পতিতাপল্লীর যৌনকর্মীরা অংশগ্রহণ করেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ