ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৩-০৯ ১৪:০০:৫৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৯ই মার্চ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু’র সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বলেন, সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। মাদকের বিরুদ্ধে যুবরা ব্যাপকভাবে কাজ করতে পারে। অন্তত প্রশাসনকে খোঁজ দিতে পারে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। সমাজের প্রতিটি কাজে যুবদের সংযুক্ত হতে হবে। তাহলেই সমাজ এগিয়ে যাবে। ৩০ জন যুবক-যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।  

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ