প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর ৩য় পর্যায়ের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আরো ১০০টি ভূমিহীন পরিবার ২শতাংশ করে জমিসহ পাকা ঘর পেতে যাচ্ছে।
জানা গেছে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে ৬৮টি, কসবামাজাইল ইউনিয়নে ২০টি, মৌরাট ইউনিয়নে ৯টি ও হাবাসপুর ইউনিয়নে ৩টি ঘর নির্মিত হচ্ছে। ইতিমধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসক আবু কায়সার খান ঘরগুলো পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্পের প্রতিটি ঘরই সড়ক ও হাট-বাজারের আশেপাশে অবস্থিত। দৃষ্টিনন্দন ঘরগুলো সবার নজর কাড়ছে। প্রতিটি ঘরের সাথেই রয়েছে টয়লেট ও রান্নাঘর। রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। উপজেলার তালিকাভুক্ত গৃহহীনদেরকে জমিসহ এই ঘর প্রদান করা হবে। চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী একযোগে সারা দেশের ঘরগুলো প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন।