রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে।
এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাছতলায় ও পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
জানা গেছে, মাদ্রাসার ৩ কক্ষ বিশিষ্ট ভবনটির ১টি কক্ষকে অফিস রুম হিসেবে ব্যবহার এবং অপর ২টি কক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হতো। গত ৮ই মার্চ দুপুর আড়াইটার দিকে মাদ্রাসার অফিস কক্ষের জরাজীর্ণ ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আসে। এ অবস্থায় ভেঙ্গে পড়ার আশংকায় ঝুঁকিপূর্ণ ভবনটির ২টি শ্রেণী কক্ষের শিক্ষার্থীদের বিকল্প হিসেবে গাছতলায় ও পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ভবনটির অধিকাংশ বিম ও পিলারে বড় আকারের ফাটল ধরেছে। বিম, পিলার ও ছাদের সুড়কি-পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
মাদ্রাসার সুপার মোঃ ফকরুল ইসলাম বলেন, ভবনটির ২টি কক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হতো। ভবনের বিম ও ছাদের পস্তেরারা-সুড়কি ভেঙ্গে পড়ছে। ভয়ে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে চাচ্ছে না। যারা আসছে তাদেরকে আমরা বাধ্য হয়ে গাছতলায় ও পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনের কক্ষে ক্লাস নিচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার বলেন, বিষয়টি জানার পর মাদ্রাসা কতৃপক্ষকে বিকল্প উপায়ে পাঠদানের জন্য বলা হয়েছে। ভবনটির ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।