ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ার ৩টি ফেরী ঘাট দীর্ঘদিন ধরে বন্ধ॥পারাপারে দুর্ভোগ অব্যাহত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-০৯ ১৪:০৯:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭টি ফেরী ঘাটের মধ্যে ৩টি ঘাট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে যানবাহন পারাপারের দুর্ভোগও অব্যাহত রয়েছে। 
  জানা গেছে, দৌলতদিয়ার ফেরী ঘাটগুলোর মধ্যে ৪টি (৩, ৪, ৫ ও ৭) ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপর ৩টি ফেরী ঘাট (১, ২ ও ৬) দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর পাশাপাশি ফেরীরও স্বল্পতা রয়েছে। সে জন্য পারাপার ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। 
  গতকাল ৯ই মার্চ সকালেও দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত মহাসড়কের প্রায় সাড়ে ৩কিলোমিটার জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে। 
  আব্দুল খালেক নামে একজন ট্রাক চালক বলেন, ফেরী স্বল্পতার পাশাপাশি সারা বছরই দৌলতদিয়ার ৩/৪টি করে ফেরী ঘাট বন্ধ থাকে। এর পাশাপাশি কখনো ঘন কুয়াশা, কখনো তীব্র স্রোত, কখনো যানবাহনের অতিরিক্ত চাপ, অব্যবস্থাপনা-এসব কারণে সারা বছরই আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। 
  ৩টি ফেরী ঘাট বন্ধ থাকার ব্যাপারে বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে ঘাটগুলো অনেক নীচু হয়ে গেছে। এ জন্য ফেরীতে যানবাহন ওঠানামায় সমস্যা হওয়ায় ঘাটগুলো বন্ধ রাখা হয়েছে। বর্ষা মৌসুমে ঘাটগুলো চালু করা সম্ভব হবে। 
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ