রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত ৮ই মার্চ সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। এ সময় নারী পুলিশ সদস্যগণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জেলা পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।