ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার॥৭টি মোবাইল ফোন উদ্ধার
  • আবুল হোসেন
  • ২০২২-০৩-০৯ ১৪:১১:০৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রায়হান শেখ(২৬) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। 
  এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
  গত ৮ই মার্চ দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার নবু ওছিমদ্দিন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান শেখ রাজবাড়ী সদর উপজেলার চর ধোপাখালী গ্রামের আব্দুল মান্নান শেখ ওরফে মানু’র ছেলে। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত রায়হান শেখ ছিনতাইকারী চক্রের সদস্য। এছাড়াও সে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে পেনাল কোডের ৪১১ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৯ই মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ