ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার॥৭টি মোবাইল ফোন উদ্ধার
  • আবুল হোসেন
  • ২০২২-০৩-০৯ ১৪:১১:০৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রায়হান শেখ(২৬) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। 
  এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
  গত ৮ই মার্চ দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার নবু ওছিমদ্দিন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান শেখ রাজবাড়ী সদর উপজেলার চর ধোপাখালী গ্রামের আব্দুল মান্নান শেখ ওরফে মানু’র ছেলে। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত রায়হান শেখ ছিনতাইকারী চক্রের সদস্য। এছাড়াও সে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে পেনাল কোডের ৪১১ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৯ই মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ