স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল ১০ই মার্চ বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রধান আলোচক হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, আলোচক হিসেবে সাবেক সহকারী উপজেলা কমান্ডার আব্দুল মোমিন ও অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অখিল কুমার কুন্ডু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।