রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই মার্চ রাত ৮টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ‘অচেনা পথ’ দল চ্যাম্পিয়ন ও ‘দলছুট’ দল রানার্স আপ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩রা ডিসেম্বর এই মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ২০টি ব্যাডমিন্টন দল এতে অংশ নেয়।