রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ১০ই মার্চ সকালে নানা আয়োজনে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে কামরুল ইসলাম কলেজের মাঠে আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, অন্যান্যের মধ্যে কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আক্কাস উদ্দিন ও টিম লিডার সাবেকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করে।