জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশায় আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে ‘মুজিববর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী জাকির হাসান, উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী ও পাংশা জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদের নেতৃত্বে টিম লিডার মহিদুল ইসলামসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।