ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হচ্ছে ২৮শে মার্চ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-১০ ১৩:৩৬:১৮

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮শে মার্চ সোমবার বিকেল ৫টায় শুরু হবে।
  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের(১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
  এর আগে গত ১৬ই জানুয়ারী একাদশ  জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়ে ৫কার্যদিবস পর্যন্ত চলে গত ২৭শে জানুয়ারী শেষ হয়। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত ১৬ই জানুয়ারী সংসদে ভাষণ দেন। এর পর দিন গত ১৭ই জানুয়ারী রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য শামসুল হক টুকু তা সমর্থন করেন। এরপর ওইদিন ধন্যবাদ প্রস্তাবের ওপর রীতি অনুযায়ি আলোচনা শুরু হয়। গত ২৭শে জানুয়ারী পর্যন্ত চার কার্যদিবসের আলোচনায় সরকারী ও বিরোধীদলের ৫৪ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৯ ঘন্টা ৩০ মিনিট আলোচনা হয়। 
  ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ সর্বসম্মতিক্রমে পাস হয়।

 

বিশ্ব কবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আজ
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ও ইতালি একত্রে কাজ করবে ঃ তথ্য প্রতিমন্ত্রী
পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে -------তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ সংবাদ