ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুরে মীর্জা ফুডপার্ক উদ্বোধন
  • আশিকুর রহমান
  • ২০২২-০৩-১১ ১৩:২১:০৪

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে বেকারী ও ফাস্টফুড জাতীয় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মীর্জা ফুডপার্ক(প্রাঃ) লিমিটেড’-এর উদ্বোধন করা হয়েছে। 
  গতকাল ১১ই মার্চ বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় মীর্জা ফুডপার্ক (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামান হাবিবুল, শামছুল আলম বাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা বদিউজ্জামান বাবু জানান, এই প্রতিষ্ঠানে বেকারী ও ফাস্টফুড জাতীয় খাদ্যপণ্য উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যগুলো প্রথম অবস্থায় রাজবাড়ী ও ফরিদপুরসহ আশেপাশের জেলাগুলোতে বাজারজাত করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। 

 

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ