ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
রাজবাড়ীর খানখানাপুর ইউপির সদস্য মান্নানের বিরুদ্ধে মানববন্ধন
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৫-১০ ১৮:৫৮:০৭
ত্রাণের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে গতকাল ১০ই মে দুপুরে মানববন্ধন করেছে দরিদ্র-অসহায় পরিবারের সদস্যরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন পালিত হয়েছে। 
  গতকাল ১০ই মে দুপুরে খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালন করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত মানববন্ধনে তালিকাভূক্ত হতে না পারা চরখানখানাপুর মল্লিকডাঙ্গা, শেখপাড়া ও ফৈজদ্দিন মাতব্বর পাড়ার প্রায় অর্ধশত দরিদ্র-অসহায় পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 
  মানববন্ধন চলাকালে খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শেখ মোহাম্মদ নান্নু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ চুন্নু, সহ-সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ অভিযোগ করে বলেন, ইউপি সদস্য আব্দুল মান্নান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণের তালিকা প্রণয়নে ৭নং ওয়ার্ডের প্রকৃত দুস্থ-অসহায় অনেক পরিবারকে বাদ দিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে একই বাড়ী থেকে ২/৩ জনের নাম দিয়ে তালিকা জমা দিয়েছে। তারা ইউপি সদস্য মান্নানের বিচার দাবী করেন এবং তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হবে উল্লেখ করেন।
  এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ কাজ করেছে। আমি নিয়ম অনুযায়ী তালিকায় যাদের নাম দেয়ার দরকার, চেয়ারম্যানের সাথে আলোচনা করে তাদের নামের তালিকা জমা দিয়েছি। 
  রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জমান খান বলেন, এ ব্যাপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ইউপি সদস্য আব্দুল মান্নান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণের তালিকার ব্যাপারে গাফিলতি করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ