নাম অঞ্জলী শেখ। বয়স সঠিক বলতে পারেন না। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অনেক আগেই বিয়ে হয়েছিল বলে জানান। ২ ছেলে ও ২ মেয়ে রেখে প্রায় ২০/২৫ বছর পূর্বে স্বামী নিরাপদ শেখ মারা যান। তখন ৪ সন্তান অনেক ছোট। অনেক কষ্টে ছেলে-মেয়েদের বড় করেন। বিয়ের পর তারা আলাদা হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে পেট চালাতে খুব কষ্ট হয়। খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়।
অঞ্জলী শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেড়ীবাঁধের কোল ঘেঁষে টিনের ছাপড়ায় তার বসবাস। বয়সের ভারে চলাফেরাই দায়। তবুও জীবন চালাতে অসুস্থ শরীর নিয়েই গাছের পাতা কুড়িয়ে, ভিক্ষা করে জীবন কাটান। একমুঠো খাবারের জন্য সকালে ঘর থেকে বের হয়ে সারাদিন পাতা কুড়ান, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেন।
গতকাল ১২ই মার্চ দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধা অঞ্জলী শেখ ভাঙা টিনের ছাপড়ার মধ্যে চৌকির উপর বসে রয়েছে। পাশেই তার একমাত্র সম্বল ছাগলটি। এ সময় এই প্রতিবেদককে দেখামাত্রই বাবা বাবা বলে এগিয়ে আসেন কিছু পাওয়ার আশায়। তিনি বলেন, দিন-রাত ডালপালা, পাতা কুড়াতে কুড়াতে শরীর ব্যাথা করে। ব্যাথার যন্ত্রণায় সারারাত ঘুমাতে পারি না। তবুও সকাল হলে আবারও ঘরের বাইরে যেতে হয় এই বৃদ্ধ বয়সেও অবসর নিতে পারছি না। খাবারের জন্য কাজ করতে হয়। একদিন কাজ না করলে অনাহারে থাকতে হয়। এখন আর অবসরের চিন্তা করি না। গরীবের আবার অবসর! মারা গেলে হয়তো একদিন অবসর পাবো।