ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টের ৫আসামী ও ইয়াবাসহ ২জন গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-১৩ ১৪:৫১:০৬

রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টের ৫জন আসামী ও ২১ পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার হয়েছে। 

  গত ১২ মার্চ রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টের আসামীরা হলো- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের পান্নু মন্ডলের ছেলে মেহেদী মন্ডল, একই গ্রামের মৃত মোসলেম মন্ডলের ছেলে মানু মন্ডল ও হান্নান মন্ডল, চরহরিণাডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের মুজাহিদ ইসলাম এবং লাহিরী রঘুনাথপুর গ্রামের শওকত আলীর স্ত্রী মরিয়ম নেছা। এছাড়া ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলো-একই উপজেলার লোহাবাড়ীয়া গ্রামের ফটিক শেখের ছেলে বিপ্লব শেখ ও আমানত শেখের ছেলে রানা শেখ।

  পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের গতকাল ১৩ই মার্চ আদালতে সোপর্দ করা হয়েছে। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ