রাজবাড়ী জেলার কালুখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৬ই মার্চ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ইমরুল বাসারের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক সুশীল রাহার সঞ্চালনায় সভায় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্পিতা বিশ^াস ও উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২০-২৭শে মার্চ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫-১৬ বছর বয়সী সকল শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে এবং ২৭শে মার্চ-২রা এপ্রিল ক্ষুদে ডাক্তার ধারা শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে।